হ্যালো । সবাই আশা করি ভালোই আছেন, কিভাবে সে তার একটা ফ্রী ওয়েব সাইট তৈরি করতে পারবে এবং শুধু ওয়েব সাইট তৈরিই না কিভাবে সে ঘরে বসে বসে লেখা-লেখি করে টাকা ইনকাম করবে?আপনারা ও  চেষ্টা করলে পারবেন লেখা-লেখি করে  নিজের একটা Free Blog Page তৈরি করে  উপার্জন করতে। তো আসুন তোমাদের বিস্তারিত বলি। 



How To Create A Free Blog



Create A Free Blog ব্লগার.কম ‘Blogger.com’ সবাই হয়তো অনেক আগে থেকেই শুনে আসছেন ব্লগ এর কথা । সহজ ভাষায় ব্লগ হচ্ছে নিজের ব্রেইন খাটিয়ে আপনি  যেই বিষয় নিয়ে খুব ভালো পারেন  সেই বিষয় নিয়ে লেখা । এটাকে কন্টেন্ট ও বলা যায় আবার আর্টিকেল ও বলা যায় । তো কিভাবে একটা ব্লগ সাইট খুলবেন । হ্যাঁ বলবো অবশ্যই যেহেতু আপনি আমার সাইটে এ এসে পরেছেন সব অবশ্যই জানতে পারবেন  আর বিস্তারিত  হয়তো আমার সাইটে দেয়া নেই এখনো কিন্তু অবশ্যই সামনে সব কিছু কিভাবে কি করবে কি করলে ভালো হবে কোনটা কি হবে সব জানিয়ে দিব এ জন্যই তো আমি আছি কিন্তু এর পরও যদি কারো এখনই জানা দরকার তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর মনে রাখবেন আপনি অন্য কারো কাছে SEO শিখতে গেলে বা কিভাবে নিজের ওয়েব পেইজ তৈরি করবে শিখতে গেলে তোমাকে অবশ্যই কিছু ফী দিতে হবে তা নাহলে ঠিক মত কিছুই বুঝবেন না । কিন্তু আমার কাছে আসলে আমি অবশ্যই ফ্রী তে  শিখিয়ে দেব । এখন কথা হল আমিও আপনাদের মত ছিলাম জানতাম না যখন জানার  চেষ্টা শুরু করলাম অনেক বড় বড় ফী দেয়ার কথাও শুনলাম । আপনাদের কেই কেই এখনও পড়া লেখা  শেষ হয়নি তাই আপনাদের জন্য আমার কাছে যা তথ্য আছে সব ফ্রী তে আপনাদের জানিয়ে দেব তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে আসি কিভাবে পরিপূর্ণ ব্লগ সাইট ওপেন করবেন ।


How To Create A Free Blog - কিভাবে ব্লগার ওয়েবসাইট খুলবেন!! 

ব্লগার.কম এটি গুগল এরই একটা প্লাটফর্ম এখানে আপনারা ফ্রী তে ওয়েব সাইট খুলতে পারবেন । এবং  কিছু কিছু বিষয় এর দিকে খেয়াল রাখলেই আপনিও আপনার সাইটকে রাঙ্ক এ আনতে পারবেন এ জন্য আপনাকে SEO সম্পর্কে জানতে হবে আমি আমার আগের পোস্ট এ কি কিভুল ব্লগাররা প্রথমে করে সেই  বিষয় নিয়ে বলেছিল আমি সেইখানে সংক্ষেপে ৮টি বিষয় নিয়ে ধারনা দিয়েছি ।


১. নম্বর পয়েন্ট - একটি পরিপূর্ণ জিমেইল আইডি 


প্রথমে আপনাকে গুগল এর একটা ইমেইল আইডি খুলতে হবে ।


২. নম্বর পয়েন্ট - ব্লগার সাইটে প্রবেশ 


এর পর যেখানে যাবেন সেইটি হল www.blogger.com সেইখানে যাওয়ার পর আপনারা নিজের গুগল আইডি সাইন ইন করবেন


৩. ব্লগের নাম ও এড্রেস দেওয়া 



এর পরে  আপনি আপনার ব্লগ সাইট এর নাম এবং কি লিঙ্ক দিয়ে ওয়েব সাইটটি খুলবে সেটা দিবে যেমন https://your name/your site name.blogspot.com আপনারা শুধু তোমাদের ওয়েব এড্রেস টুকু দেবেন বাকিটা ব্লগার সাইট এমনেই আপনাকে দেখিয়ে দেবে এর পর কি করবে সাইট তো খোলা  হল ।



৪. ব্লগসাইট আই ডি খোলা হয়ে গেছে

এখন কথা  হচ্ছে কি ধরনের সাইট আপনি খুলবেন কোন টপিক নিয়ে লিখবেন  অবশ্যই আপনাকে যেকোনো একটা নিছ/niche  বেছে নিতো আপনি একাধিক বিষয় নিয়ে আপনার সাইট এ লিখলে আপনার  সাইট কখনো  রাঙ্ক করবে না প্রথম ছয় মাস আপনাকে একটা বিষয় নিয়ে বিভিন্ন তথ্য দিতে হবে লেখালেখি করতে হবে 

 Create A Free Blog আপনাকে  অবশ্যই আপনার  নিজের ইচ্ছা যেইটা নিয়ে সেইটা নিয়ে লিখতে হবে আপনি যেই বিষয় এ পারদর্শী সেই নিয়ে লিখবেন অবশ্যই কারো দেখা দেখি লিখবেন  না । এমন হলে কি হবে কয়েকদিন লেখার পর আপনার আর মন চাবে না আর অবশ্যই আপনাকে ব্লগ লিখতে ভালবাসতে হবে আপনি টাকা ইনকাম এর কথা ভাবলে কিন্তু হবে না ।

এর পর আসলো ডোমেন নেইম যা হল www. Yoursitename.com/in/org এমন এই লাস্টের .কম, .ওআরজি বা .ইন এমন দরকার অবশ্যই কারন আপনি যদি নতুন হন তাহলে তুমি ৬ মাস ১০ মাস ব্লগস্পট দিয়ে প্রাকটিস করতে পারেন অথবা আপনার যদি মন চায় টাকা থাকে তাহলে এমন ডোমেন নেইম কিনে নিতে পারেন এর জন্য আপনাকে প্রতি বছর একটা নির্দিষ্ট টাকা দিয়ে এটাকে রিনিউ করতে হবে তাই আমি বলবো আপনি নতুন হলে ডোমেন নেইম পরে কিনবেন এটি পরে কিভাবে পরিবর্তন করতে হবে আপনি তা আপনাদের পরে অবশ্যই জানিয়ে দেব

এরপর আসলো আপনার ব্লগ সেটিংস আপনি সেটিংস এ যাবেন এর পর আপনার ডেস্ক্রিপ্সন দেবেন যা নিয়ে আপনি ব্লগ লিখবেন অবশ্যই সেই রিলিটেড ডেস্ক্রিপ্সন আপনাকে দিতে হবে এরপর নিচে দেখবেন HTTPS একটা অপশন আছে সেটাকে ও ইনাবেল করবেন হয়ে গেল বেসিক সেটিংস 



এর পর আসবে পোস্ট কমেন্টস সেটিংস সেটিতে আপনি who can comment লেখা অপশন এ যেয়ে সেটাকে এনিওয়ান করে দিবেন যদি চান আপনার ব্লগ এ বেশি কমেন্টস হোক এর উপরে থাকবে  Showcase images with Light box  এটিকেও আপনি ইয়েস করে দিবেন । এইতো শেষ আপনার এই সেকশন এর কাজ । 


এরপরে আসবে ইমেইল এর কাজ এটিকে আপনি যা থাকবে তাই রেখে দিবেন ।


 Create A Free Blogএরপরে আসলো ল্যাংগুয়েজ এন্ড ফরম্যাটিং এইখানে আপনার ব্লগ আপনি যেই ভাষায় লিখবেন সেটাকে সিলেক্ট করবেন  এরপর যদি আপনি ইংলিশ এ লিখে থাকেন তাহলে অবশ্যই transliteration অপশনটা ইনেবেল করে বাংলাতে সেট করে দিবেন । এখন টাইম এর কাজ যেহেতু আপনি বাংলাদেশে থাকেন তাই খুজে বের করবেন (GMT+6:00) Dhaka এটিকে খুঁজে বের করে এটিকে সিলেক্ট করে দিবেন ।


এখন আসলো আপনার ব্লগ সেটিংস এর সচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।  এই সেটিংস এ আপনি যদি একটু এদিক সেদিক করেন তাহলে আপনার ব্লগ পেইজটি গুগল এ খুইজে পাওয়া মুশকিল হয়ে যাবে 


তাই আপনাকে কিছু সেটিংস যেমন আপনার ব্লগ রিলেটেড একটা ১৫০ ওয়ার্ড এর মেটা ডেসক্রিপশন তৈরি করতে হবে যা আপনার সাইট গুগল এ সার্চ ইঞ্জিন এ টপ এ আনতে অনুক বড় ভুমিকা রাখে এরপর নিজের ওয়েব পেইজ এর রবটস টিএক্স টি কিভবে আনবেন তা নিচের ছবি দেখে বুঝতে পারবেন


আপনার ওয়েব লিঙ্ক এর পাশে এইরকম / দিয়ে লিখবেন /robots.txt আপনার কাস্টম রোবটস . টি এক্স টি পেয়ে যাবেন 


এর পর Custom robots header tags এইটিকে ও নিচের ছবির মতন দেখে দেখে করে নিবেন এইতো হয়ে গেল আপনার সার্চ প্রেফারেন্স সেটিংস 


এরপর  others  এর সেটিংস এ শুধু আপনি গুগল এনালাইটিক্স এর কোড তা বসাবেন এটি আপনি কিভাবে করবেন তা পরের ব্লগটিতে অবশ্যই জানতে পারবেন ।  Earn Money with Blogger for free . 

তো সম্মানিত পাঠক আজ হইত কিভাবে ব্লগ আই ডি খুলে তার সেটিংসগুলো ঠিক করবেন তা সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন । নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তী ব্লগটিতে আরও বিস্তারিত আমি জানাতে পারব । আশা করি ভালো থাকবেন সবাই , এবং সাথে থাকবেন আমার । 

Post a Comment

নবীনতর পূর্বতন