হ্যালো বন্ধুরা , আজকে আমি বলবো On Page SEO Tips এ কিভাবে আপনি আপনার  ওয়েব পেইজ এ অন পেইজ SEO করবেন।


On-Page SEO Tips 2022

On Page SEO Tips



এর আগের পর্বে আমি আপনাদেরকে  On Page SEO Tips সম্পর্কে বেসিক ধারনা দিয়েছিলাম আজ আপনাদের আসলেই কি কি করা লাগে তা বলবো । আপনি নতুন ব্লগ পেইজ শুরু করেছেন এখন আপনার প্রথম কাজ আপনার ব্লগ পেইজকে পরিপূর্ণভাবে কিভাবে SEO করবেন ।


শুরুতেই বলি On Page SEO হচ্ছে আপনি নিজে আপনার ওয়েব সাইটের যেই কাজগুলো করবেন আপনার ওয়েব সাইটকে গুগল এ রাঙ্ক করার জন্য বা ওয়েব সাইটের মধ্যে আপনি যেসব অপটিমাইজেশন করবেন তাকে অন পেইজ এস ই ও বলে । 

এখন অন পেইজ এস ই ও দুই ধরনের হয়ে থাকে 

  •  যা আপনি একবার করবেন ।
  •  যা আপনাকে প্রতিনিয়ত করে যেতে হবে।


1. যা আপনি একবার করবেন তার মধ্যে হল আপনার সাইটকে SSL Certified করা বা আপনার সাইটে HTTPS অন করা ।


ONE Time ON Page SEO 



এই কাজটি আপনার অনেক বেশি জরুরী আপনার সাইটকে গুগল এ রাঙ্ক করার জন্য ,আপনি আমার সাইটে দেখতে পাবেন আমার অউএব এড্রেস এর পাশে লেখা থাকবে Not Secured এটি কেন লেখা থাকে ? আমি এই গতকালকে আমার সাইটকে ডোমেন এর সাথে সংযুক্ত করেছি এখন আমাকে SSL Certificate আলাদাভাবে কিনতে হবে তাই আমি এখন সেটা কিনি নাই কিন্তু আমি ব্লগ করি আপনাদের সাহায্যের জন্য আমি এটাকে পরেও করতে পারব কিন্তু আপনি যদি চান  আপনার পেইজ এর কোন একটি key-word কেউ একজন সার্চ দেক আর আপনার ওয়েব সাইট গুগল তার প্রথম সারিতে দেখাক তাহলে আপনাকে অবশ্যই SSL certificate নিয়ে নিতে হবে তা না হলে গুগল আপনার পেইজকে রাঙ্ক করতে দিবে না ।



২. যা আপনি প্রতিনিয়িত করবেন তার মধ্যে অনেকগুলো বিষয় আছে ।


তার আগে বলি ON PAGE SEO হল এমন একটি কাজ যা আপনাকে আপনার ওয়েব পেইজকে রাঙ্ক এ ধরে রাখতে সব সময় করে যেতে হবে এখন এটি আপনার উপর আপনি কোন SEO Specialist কে আপনার পেইজ এর কাজে রেখে দিবেন নাকি আপনি নিজে তা করবেন কিন্তু আপমি বলবো প্রথম দিকে যারা শুরু করে যারা চায় কিছু সিখতে করতে তাদেরকে অবশ্যই নিজে শেখা উচিত কারন এই কাজটি আপনার অনেক অনেক কাজে দিবে তো আসুন দেখি আপনি কি কি এমন কাজ আছে যা সব সময় আপনার করে যেতে হবে ।


ON Going ON Page SEO 


আপনার ওয়েব সাইট Crawled হতে হবে গুগল বট দ্বারা

Google আপনার ওয়েব সাইট কে ইনডেক্স করতে বট পাঠায় এবং বট এসে আপনার পুরো ওয়েব সাইটকে ক্রল করে সো আপনার ওয়েব সাইটের ডিজাইন আপনার ওয়েব সাইটের XML Sitemap  অবশ্যই থাকতে হবে তাছাড়া গুগল আপনার ওয়েব পেইজকে ক্রল করতে পারবে ক্রল করতে না পারলে সেটি গুগল এর সার্ভার এ ইনডেক্স ও হবে না এবং ইনডেক্স যদি না হয় আপনার পেইজ এর কি ওয়ার্ড কেই সার্চ দিলে আপনার পেইজ গুগল এ কেউ খুঁজে ও পাবে না সুতরাং আপনার পেইজকে ক্রল করতে ঠিক করতে হবে ।


আপনার পোস্টের URL অবশ্যই USER Friendly হতে হবে 

আপনি যেই পোস্ট দিবেন তার একটা  URL Address থাকে আপনাকে অবশ্যই সেই এড্রেসটিকে User দের জন্য বজতে সহজ হয় সেভাবে বানিয়ে তারপর পোস্ট করতে হবে । এছাড়া এটি ও আপনার অন পেইজ এস ই ও তে দরকার এটি ছাড়া আপনার পেইজ গুগল এ রাঙ্ক হবে না



WELL-TARGETED CONTENT

আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ভিজিটর কি চায় । আপনাকে এমন বিষয় নিয়ে আপনার কন্টেন্ট লিখতে হবে যেটার চাহিদা অনেক বেশি আবার আপনি যদি নতুন দিকের ব্লগার হন এবং এম্ন কন্টেন্ট বেছে নেন যা নিয়ে বাকিরা অনেক অনেক ভালো করছে তাহলে সেটির পিছনে অনেক খাটতে হবে এছাড়া আপনি গুগল এ রাঙ্ক করতে পারবেন না তাই যদি সল্প সময়ে উপরে উঠতে চান তাহলে খুঁজে দেখে আপনার কন্টেন্ট লিখুন আপনার নিছ নিয়ে লিখুন আপনার যেই নিয়ে আপনার ওয়েব সাইট খুলেছেন সেটার বাইরে লিখবেন না ।



 KEYWORD OPTIMIZATION  

আপনাকে কি ওয়ার্ড সম্পর্কে ধারনা রাখতে হবে কিভাবে আপনি আপনার কি ওয়ার্ড বেছে নিবেন তা শিখতে হবে এবং অতিরিক্ত কি ওয়ার্ড স্টাফিং করা যাবে না অর্থাৎ আপনার কন্টেন্ট বড় হলে আপনি বেশি হলে ৮-৯ বাত্র আপনার কি ওয়ার্ডকে আপনার URL এ আপনার  Tittle এক কি ওয়ার্ড রাখবেন এবং আপনার কন্টেন্ট এর মেটা ডেস্ক্রিপ্সন এ রাখবেন এক বার না হয় দু বার আপ্ন্র কন্টেন্ট এর মেইন পার্ট এ রাখবেন বেশি বেশি আপনার কি ওয়ার্ড মানে বারবার আপনার কি ওয়ার্ড লিখবেন এতে আপনার সাইট গুগল এ নেগেটিভ মারকিং হবে এবং আপনার রাঙ্ক উপরে উঠলেও নিচে নামতে বেশি দিন লাগবে না ।



IMAGE OPTIMIZATION 

আপনি আপনার কন্টেন্ট এ যেই ইমেজ দিবেন তা আপনাকে সাইজে ছোট করে নিতে হবে । যেমন আপনার ছবির সাইজ ২০ k.b এটাকে আপনাকে কমিয়ে ৭-৯ k.b এর মধ্যে রাখতে হবে না হলে আপনার সাইটের স্পীড কমে যাবে এবং আপনার সাইটে স্পীড কমে গেলে তা গুগল তার প্রথম পেইজ এ রাঙ্ক করাবে না । কারন কোন উইজার যদি আপনার সাইটে যেয়ে সাইটে ঢুক্তেই না পারে তাহলে তো আর হবে না তাই আপনার ওয়েব সাইটের স্পীড অনেক অনেক জরুরী।।



READABILITY and UX 

আপনার সাইটের কন্টেন্ট এর ধারনা আপনার সাইটের ডিজাইন অবশ্যই মিলতে হবে আপনি যা করবনে তা অবশ্যই আপনার উইজার এর কাছে গ্রহন যোগ্য হতে হবে তা না হলে আপনি বেশি দূর আগাতে পারবেন না কারন আপনার পেইজ এ ট্রাফিক আসবে না ট্রাফিক না আসলে আপনি গুগল এ রাঙ্ক ও করতে পারবেন না ।



CTR - CLICK-THROUGH RATE 

আপনার ওয়েব সাইটের কিল্ক রেট অবশ্যই আপনাকে দেখতে হবে কিভাবে আপনি তা বারাবেন সে দিকে লক্ষ রাখতে হবে



MOBILE-FRIENDLY 

আপনার ওয়েব সাইটের থিম টেমপ্লেট অবশ্যই মোবাইল এ ঠিক মতন দেখা যেতে হবে কারন আপনার নতুন ব্লগের বেশির ভাগ ট্রাফিক মোবাইল থেকে আসে গুগল যখন দেখবে ক্রল করতে আসার সময় যে আপ্নাত্র পেইজ মোবাইল ফ্রেডলি না তখন আপনি যখন আপনার URL Inspectation করবেন তখন সেখানে দেখা যাবে যে আপনার পেইজটি মোবাইল ফ্রেন্ডলি না



আজ আপনাদের যেই যেই পয়েন্ট গুলো বললাম আশা করি সেগুলা নিয়ে আপনাদের বিস্তারিত সামেন্র ব্লগ গুলতে এক এক টা পয়েন্ট নিয়ে কন্টেন্ট নিয়ে আসব আপনারা যদি এসব বিষয় গুলো খেয়াল করে আপনার ব্লগ পেইজ চালান খুব সহজেই আপনি গুগল এ রাঙ্ক করতে পারবেন


আজ এই পর্যন্তই সামনের ব্লগ গুলো সবার আগে পেতে আমার পেইজ এ সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন আপনার শেয়ার এর ফলে যারা জানে না তারা ও অনেক উপকার পাবে । ধন্যবাদ সকলকে ।

Post a Comment

নবীনতর পূর্বতন