শুরুতেই জানাই সকলকে ব্লগিং এ স্বাগতম।
8 Blogging mistakes In Beginning একজন প্রতিষ্ঠিত ব্লগার হতে হলে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রেখে কন্টেন্ট লিখতে হবে।
8 Blogging mistakes In Beginning
প্রায় ৯০% মানুষ এই ব্লগিং দুনিয়াতে এসে না জানা ভুলের কারণে তার ব্লগ পেইজকে রাঙ্ক করতে পারে না । আজেক ঠিক সেরকম ৮টি ভুল নিয়ে কথা বলবো যা আপনি জেনে কাজ করলে আপনার ব্লগিং ক্যারিয়ার সফল ব্লগার হয়ে উঠতে পারবেন। তো চলুন জেনে নেই বিষয়গুলো
১ নম্বর ভুল : প্রথম দিন থেকেই ইনকাম করার চিন্তা করা
দেখুন আমরা যদি একটা ভালো কোনো জব নিতে যায় তো আমাদের কি করতে হয় ২০ থেকে ২৫ বছর ঠিক মতন পড়ালেখা করতে হয় যেই সেক্টর এ জব করব সেই সেক্টর নিয়ে পড়তে হয় তারপর আমরা ভালো একটা কোম্পানিতে জব করার জন্য প্রস্তুত হয়ে উঠি সেই ভাবেই ব্লগিং ও এক । আপনি প্রথম দিন থেকেই আপনার ইনকাম গড়ে তুলতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত আপনার “কি-ওয়ার্ড” এর উপর লিখে যেতে হবে এরপর একটা সময় যাওয়ার পর আপনি আপনার ওয়েব সাইট তথা ব্লগ সাইট থেকে টাকা উপার্জন করে যেতে পারবেন । আপনি যত ওয়েব সাইট ভিসিট করবেন দেখবেন বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপন দিয়ে থাকে ওয়েব সাইট এ তারাও কিন্তু সেইম ভাবেই তাদের ওই ওয়েব পেইজটি তে নিয়মিত কন্টেন্ট পোস্ট করতে করতে তাদের ওয়েব সাইটকে বিল্ড-আপ করে তুলছে । তারা তাদের ওয়েব সাইটটি বিল্ড-আপ করেছে বিধায় কিন্তু তাদের ওয়েব সাইটটিতে বিভিন্ন কোম্পানি তাদের ওয়েব সাইটটিতে বিজ্ঞাপন দিয়েছে । সুতরাং আপনাকে ও আপনার ব্লগ সাইটে নিয়মিত পোস্ট করে যেতে হবে যখন আপনার সাইটে অনেক ট্রাফিক আসতে শুরু করবে এরপর যেয়ে আপনি ইনকাম শুরু করতে পারবেন অর্থাৎ টাকা উপার্জন করতে পারবেন ।
২ নম্বর ভুল : একটি নির্দিষ্ট বিষয় নিয়ে মন স্থির করুন
ধরুন আপনি আপনার ব্লগে কিছু লিখবেন কি লিখবেন তা হল আপনার উপর হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে এস.ই.ও অর্থাৎ সার্চ ইঙ্গিন অপটিমাইজেশন । তো আপনাকে আগে ভাবতে হবে আপনি আপনার ব্লগ পেইজটি কিসের উপর বানাবেন। তাতে অবশ্যই এক ধরনের কন্টেন্ট রাখতে হবে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আপনাকে লিখতে হবে এবং লিখে যেতে হবে । তাই একটা বিষয়ের উপর ভালো মত জ্ঞান অর্জন করুন ঘাটুন সেই বিষয় নিয়ে অন্য যেই ব্লগার আছে তাদের বিষয় গুলো দেখুন শিখুন ।
৩ নম্বর ভুল : আপনার ব্লগ পেইজে মেটা ডেস্ক্রিপ্সন দেওয়া
আপনি আপনার ব্লগ পেইজটি যেই বিষয় নিয়ে লিখবেন তার সম্পর্কে আপনাকে গুগলকে যানাতে হবে যাতে করে কেউ যদি আপনার ব্লগ রিলেটেড কোন আর্টিকেল সার্চ করে তাহলে গুগল আপনার আর্টিকেলগুলো যাতে সহজে খুজে বের করতে পারে সে জন্য অবশ্যই আপনার ব্লগ রিলেটেড মেটা ডেস্ক্রিপ্সন লিখবেন ।
৪ নম্বর ভুল : আপনার ব্লগ পেইজটি এস.ই.ও ফ্রেন্ডলি হতে হবে
অবশ্যই আপনার মনে ধারনা এসেছে আমি কি বলছি, এস.ই.ও – এটি গুগল এর নতুন বলতে গেলে ভুল হবে আগে এতটা সহজ ছিল না এস.ই.ও করা । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যা আপনার ওয়েব পেইজটিকে গুগল সার্চ ইঞ্জিনে রাঙ্ক করতে সাহায্য করবে । গুগল এর একটি প্লাটফর্ম আছে গুগল সার্চ কন্সউল । এইখানে আপনাকে অবশ্যই আপনার ব্লগ পেইজকে কানেক্ট করতে হবে তা না হলে আপনার পেইজটি গুগল এ ইন্ডেক্স হবে না ।
৫ নম্বর ভুল : নিজের থেকে লেখা কারো ব্লগ থেকে কপি না করা
অনেকেই এই ভুল করে থাকে । নিজের থেকে না লিখে অনন্যা ব্লগের থেকে কপি পেস্ট করে দেই এতে করে কি হয় তারা অবশ্যই পরে গিয়ে বুঝতে পারে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায় । এত দিন যেই কস্ট করে ওয়েব সাইটটি সাজিয়ে তুলেছে সেটা পুরাটাই বেকার হয়ে যায় অনেকে ডোমেন কিনে থাকে ওয়েব হস্ট কিনে কিন্তু পুরো টাকা তখন বিফলে যায় । এতে করে আরেকটি বিষয় হয় আপনি যখন কারো পোস্ট কপি করবেন তা গুগল ঠিক এনালাইস করে ফেলে কারন আপনি যখন আপনার পেইজ সার্চ ইঞ্জিন এ রাঙ্ক করতে যাবেন তখন এই সব বিষয়ের কারণে আপনার ওয়েব পেইজ এ ব্যাড রেঙ্কিং হবে আর আপনি কখন সার্চ ইঞ্জিন এ রাঙ্ক করাতে পারবেন না এবং এরই সাথে গুগল আপনাকে এডসেন্স এর জন্য সিলেক্ট ও করবে না । তাই যা লিখবেন নিজে লিখবেন নিজের থেকে লিখবেন।
৬ নম্বর ভুল : অতিরিক্ত এফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করবেন না
আপনি আপনার ব্লগের যেই বিষয় সেই বিষয়ের জন্য এফিলিয়েট কোম্পানিতে জয়েন করুন । একাধিক এফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করবেন না । এরপর হল আপনার ব্লগ পেইজ এ অবশ্যই কন্টেন্ট থাকতে হবে নির্দিষ্ট পরিমান কন্টেন্ট ছাড়া আপনি এফিলিয়েট এর জন্য এপ্লাই করলে তারা আপনাকে রিজেক্ট করে দিবে কারন বিভিন্ন বড় বড় এফিলিয়েট কোম্পানি যেমন – আলিবাবা এক্সপ্রেস, এমাজন, ফ্লিপকার্ট এ ধরনের আরও অনেক কোম্পানি আছে যারা এফিলিয়েট মার্কেটার নিয়োগ করে থাকে । তারা প্রথমে দেখে যে আপনি আপনার ওয়েব পেইজ এ কি ধরনের কন্টেন্ট লিখে থাকেন , আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেখানে আপনি কতটুকু জনপ্রিয় এই সব জিনিস খেয়াল করে এরপরেই আপনি যে এপ্লাই করেছেন সেই এপ্লাই গ্রহন করে । সুতরাং এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার পূর্বে অবশ্যই আপনি আপনার ওয়েব সাইট এ আর্টিকেল আপলোড করে নিবেন । নির্দিষ্ট কোন সংখ্যা নেই আপনাকে ব্লগ পোস্ট করে যেতে হবে নিয়মিত । আপনার প্রধান উদ্দেশ্য যদি এফিলিয়েট হয়ে থাকে , গুগুল এডসেন্স এর এড হয়ে থাকে তাহলে আপনি ব্লগিং জগতে কোন ভালো ভবিষ্যৎ পাবেন না । আপনাকে এপ্র্রুভাল দেয়ার জন্য তারা সব সময় আছে কিন্তু আপনাকে আগে যোগ্য হয়ে উঠতে হবে ।
৭ নম্বর ভুল : নিজের ব্লগ পেইজের ডাটা এনালাইসিস না করা
আপনাকে অবশ্যই আপনার ওয়েব পেইজ এর ডাটা এনালাইসিস করতে হবে কি পরিমান মানুষ ভিসিট করতেসে, কোন কোন দেশ থেকে ভিসিট করতেসে, কোন বয়সের মানুষ ভিসিট করতেসে, ভিসিটর কি ছেলে বেশি নাকি মেয়ে বেশি এ সম্পর্কে আপনাকে অবশ্যই দেখেত হবে । এতে করে আপনি আপনার পরবর্তী কন্টেন্ট কি ধরনের লিখবেন কি নিয়ে লিখবেন তা সম্পর্কে ধারনা পাবেন । ওয়েব পেইজ এর ডাটা এনালাইসিস করতে গুগল একটি ফ্রী প্লাটফর্ম তৈরি করেছে যা আপনাকে অবশ্যই আপনার ব্লগার সাইট এর সাথে কানেক্ট করতে হবে তা না হলে আপনি আপনার ডাটাগুলো পাবেন না ।
৮ নম্বর ভুল : মানসম্মত টেম্পলেট দিয়ে ওয়েব সাইটকে ডিজাইন করা
অনেকেই হয়ত জানে না সার্চ ইঞ্জিন এ রাঙ্ক করতে হলে আপনার ওয়েব পেইজ এর লুক অনেক বেশি গুরুত্বপূর্ণ । এখন আপনি আপনার ওয়েব পেইজকে তথা ব্লগ পেইজকে সবার থেকে আলাদা ভাবে সাজিয়ে তুলবেন এতে করে আপনার ওয়েব পেইজটি এস.ই.অ ফ্রেন্ডলি হয়ে উঠবে এবং অবশ্যই আপনাকে শুধু আপনার লাপটেপ এর ডিজাইন দেখলে হবে না । আপনাকে যারা মোবাইল দিয়ে আপনার পেইজ দেখবে সেই দিক ভেবেই ওয়েব পেইজকে সাজাতে হবে । এতে করে মানুষ এতে বেশি আকৃষ্ট হবে ।
তো সম্মানিত পাঠকরা আজ আমি আপনাদের বিগিনারদের জন্য কিছু প্রথম দিকের টিপস সম্পর্কে ধারনা দিলাম । এর ভিতরে অনেক কিছুই আছে যা সম্পর্কে আপনাকে আরও বিস্তারিত জানতে হবে । সো নেক্সট টপিক কোনটি হবে কি সম্পর্কে আপনারা জানতে চান তা আমাকে অবশ্যই কমেন্টস এ জানান । আর আমার পরবর্তী পোস্টটির আপডেট আগে থেকে পেতে আমাকে অনুসরন করুন । ধন্যবাদ সকলকে।
একটি মন্তব্য পোস্ট করুন