আজ আমি আপনাদের বলবো Google Search Console কিভাবে কাজ করে। আপনারা অনেকেই হয়ত Google Webmaster Tools  এর কথা শুনেছেন ।


Bangla Tutorial On Google Search console




যারা ব্লগিং, ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত তারা সবাই জানেন 2015 তে Google তার Webmaster Tools এর নাম পরিবর্তন করে Google Search Console নাম দেয় .

এর পরে থেকে গুগল তার এলগরিদম এ নানাবিধ পরিবর্তন আনে এবং সামনে আরও আনবে যার ফলে অনেকের কাছেই বিষয়গুলো পরিচিত হতে পারছে না যারা ছোট ছোট ব্লগ পেইজ চালায় এবং যারা কিনা নতুন তারা অনেকেই অনেক অনেক ভিডিও টিওটরিয়াল দেখছে এক এক ভিডিওতে এক এক ভাবে বলা হয়েছে যা আমিও দেখছি তাই ব্যাপারগুলো ঠিক মতন কেই পরিস্কার বুঝতে পারছেননা হয়তো তো চলুন শুরু করি

 এখন Google Search Console এ কি কি আছে কি দিয়ে আপনার কি কি লাভ হবে এবং কোন কোন টুলসগুলো দিয়ে আপনি আপনার পেইজ কিভাবে গুগল এ রাঙ্ক করাতে সাহায্য পাবেন । আপনি যতখন আপনার পেইজ গুগল সার্চ কনসোলে ইনডেক্স না করবেন ততখন গুগল জানবে না যে আপনার পেইজ আপনার একটা নতুন ওয়েব সাইট আছে তাই বুঝতেই পারছেন  কতটা জরুরী এটা আপনার ওয়েব পেইজ এর জন্য। 


Google Search Console কি করে??



আপনার পেইজ এর সম্পূর্ণ মনিটর করে আপনার কোন কোন পেইজ আছে আপনার কি কি বিষয়ে পোস্ট করছেন আপনার ব্লগে তো কিভাবে করে এটি গুগল । গুগল এর বট দ্বারা আপনি যখন কোন পেইজ ইনডেক্স করবেন ইনডেক্স কি তা পরে বলবো ইনডেক্স করার পর গুগল বট আপনার পেইজ এ আসবে আপনার পেইজকে ইন্সপেকশন করবে দেখবে আপনার ব্লগ পেইজটি কি রিলেটেড আপনি কি কি বিষয় নিয়ে ব্লগ লিখেন তা গুগল বট ইনডেক্স করে নিবে এর পর যখন কেউ সার্চ ইঞ্জিন এ আপনার পোস্ট রিলেটেড কি ওয়ার্ডটি সার্চ দিবে তখন সেই ইনডেক্স এর করা পোস্টটি গুগল তার সার্চ ইঞ্জিন এ দেখাবে এখন কিভাবে দেখাবে কেন দেখাবে তা নির্ভর করে আপনার পেইজ পারফর্মেন্স এর উপর এর জন্য অবশ্যই আপনাকে  ON PAGE SEO  সম্পর্কে জানতে হবে । এবং Search Console এ আপনার পেইজ এ কোন সমস্যা থাকলে তা ও গুগল সার্চ কনসোলে দেখা যাবে , আপনি গুগল বট এর জন্য কতটুকু রেখেছেন কিভাবে আপনার পেইজকে সাজিয়েছেন আপনার পেইজ SEO Friendly কিনা তা সব গুগল Search Console  এর মাধ্যমে আপনি করতে পারবেন । এবং যেই সমস্যা গুলো গুগল আপনাকে দেখাবে তা আপনি কিভাবে ঠিক করবেন তা ও Google Search Console আপনাকে দেখিয়ে দিবে তো সাধারণ ভাষায় গুগল সার্চ কনসোল কি কি করবে , আপনার পেইজ MONITOR করবে , আপনার পেইজ MAINTAIN করবে এবং আপনার পেইজকে TROUBLESHOOT করবে । আসল ব্যাপার হল আপনার পেইজ এর সার্চ ইঞ্জিন এর পারফর্মেন্সে আপনি Google search Console এ দেখতে পারবেন কে কতবার সার্চ ইঞ্জিন থেকে আপনার পেইজ আএ আসছে কত ক্লিক আপনি সার্চ ইঞ্জিন থেকে পাচ্ছেন তা গুগল আপনাকে এই সার্চ কোনসল এর মাধ্যমে দেখাবে ।



Tools & Reports Of Search Console.


নিশ্চিত করুন যে গুগল আপনার সাইটটি খুঁজে পেতে এবং ক্রল করতে পারে।

সূচকের সমস্যাগুলি ঠিক করুন এবং নতুন বা আপডেট হওয়া সামগ্রীর পুনরায় সূচিকরণের জন্য অনুরোধ করুন।

আপনার সাইটের জন্য গুগল অনুসন্ধান ট্রাফিক ডেটা দেখুন

গুগল যখন আপনার সাইটে স্প্যাম, বা অন্যান্য সমস্যাগুলির সূচী সূচিত করে তখন সতর্কতা গ্রহণ করুন

আপনাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলি দেখান।


এএমপি, মোবাইল ব্যবহারযোগ্যতা এবং অন্যান্য অনুসন্ধান বৈশিষ্ট্যগুলির জন্য সমস্যা সমাধানের বিষয়।


Who can use Google search Console ??


  1. Business Owners  (ব্যবসা মালিকদের)
  2. Web developers  (ওয়েব বিকাশকারী)
  3. Site Administrator  (সাইট প্রশাসক)
  4. SEO SPECIALIST (এসইও বিশেষজ্ঞ)



আসুন দেখি কিভাবে Search Console এর সাথে আপনি আপনার ওয়েব পেইজ কানেক্ট করবেন 


তো উপরের ছবিতে দেখতে পারছেন Domain Name আরেকটা দেখছেন URL prefix তো বলি আপনি যখন গুগল এর সার্চ কনসোলে এ ঢুকবেন তখন আপনি এইরকম একটা পেইজ বা অপশন দেখতে পাবেন আপনার প্রশ হতে পারে আমি কোনটাতে আমার ওয়েব পেইজ কানেক্ট করব তো আসুন জানি 


Domain

আপনি যদি আপনার ওয়েব পেইজের ডোমেন নিয়ে থাকেন মানে এই যে আপনার ওয়েব এড্রেস এর লাস্ট এ  .com বা .in বা .org  যাই থাকুক আপনি এখানে এড করতে পারবেন এতে করে আপনার ডোমেন এর সাথে যদি কোন সাব ডোমেন কানেক্ট করা থাকে এতে করে সেটিও এখানে কানেক্ট হয়ে যাবে এবং আপনার পেইজ ডোমেন এর সাথে আপনি যদি আপনার দুইটি ওয়েব সাইট কানেক্ট করে রাখেন যেমন একটা ওয়েব সাইট আপনার HTTP করা এবং অন্যটি HTTPS করা তাহলে ও আপনি এখানে এড করতে পারবেন । আপনাকে আলাদা আলাদা করে একটি একটি ওয়েব সাইট আপনার এড করতে হবে না যদি আপনি এখানে ডোমেন এ আপনার ওয়েব পেইজ এড করেন । 


এখানে আপনাকে আপনার ডোমেন এর সি প্যানেল এ যেতে হবে এর পর আপনাকে এড রেকর্ড এ ক্লিক করতে হবে এবং সেইখানে আপনার ডোমেন এর নাম লিখতে হবে এর টি.টি.এল এটাকে আপনি যা আছে তাই রেখে দিবেন এর পর নিচে যেই টেক্সট রেকর্ড টা কপি করে আপনার ডোমেন সি প্যানেল এ যেয়ে টাইপ TXT সিলেক্ট করে আপনার কপি করা এড্রেসটি সেইখানে পেস্ট করে আপনার রেকর্ড এড করে দিবেন তারপর আপনার সার্চ কলসলে যেয়ে ভেরিফাই করে দিবেন এইখানে আপনার অনেক সময় সাথে সাথে এড হয়ে যাবে অনেক সময় ১২ ঘন্টা থেকে ২৪ ঘন্টা টাইম লাগতে পারে এই ভেরিফিকেশন টা কে DNS RECORD বলা হয় ।


URL prefix


এটিতে আপনাকে আপনার ওয়েব পেইজ এর যদি দুইটি ভার্সন থাকে যেমন HTTP এবং HTTPS  তা হলে এইখানে আপনাকে আলাদা আলাদা করে এড করতে হবে এটি সার্চ কনসোলে আগের থেকেই ছিল এবং ডোমেন অপশন এইটা নতুন করে যুক্ত করা হয়েছে বলছিলাম উপরে যে গুগল তার টার্মস এন্ড কন্ডিশন কিছু দিন পর পরই পরিবর্তন করে সুতরাং আপনাকে সন সময় আপ টু ডেট থাকতে হবে । এইখানে আপনাকে আপনার ওয়েব পেইজ এড করতে আপনি আপনার ওয়েব পেইজ এর পুরো এড্রেস কপি করে এইখানে পেস্ট করবেন যাতে কোন ভুল না হয় এরপর নিচের মত্ন একটা পেইজ আসবে সেই খানে বলা আছে দেখবেন 

HTML File এই ফাইল টা কে আপনি আপনার রুট প্যানেল এ এড করতে হবে এছাড়া ও আপনি নিচেহ দেখবেন HTML Tag , Google Analytics , Google Tag manager আপনি চাইলে সব গুলো ভেরিফাই করতে পারেন সবচেয়ে কমন HTML Tag এতিকে আপনি আপনার ওয়েব পেইজ এর থিম অপশন এ Edit HTML  এ যেয়ে <head> এই লেখার নিচে পেস্ট করে৩ দিতে হবে এবং এর পর আপনি সার্চ কনসোলে যেয়ে ভেরিফাই তে চাপ দিলেই ভেরিফাই হয়ে যাবে।


এইভাবে আপনি আপনার ওয়েব সাইটকে ডোমেন এর মাধ্যমে বা URL prefix এর মাধ্যমে এড করে নিতে পারবেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি ডোমেন এ এড করেন তাহলে আপনার ওয়েব সাইটের নাম যেমন - yourwebsitename.com এতটুকুই এড করবেন আপনি যদি পুরো URL কে এখানে পেস্ট করেন দেখবেন এটি এড হচ্ছে না ।কিন্তু আপনাকে URL prefix এ এড করার সময় আপনার পুরো URL কে কপি করে তারপর পেস্ট করবেন যদি একটি ও এদিক সেদিক হয় পরে ভেরিফাই করার সময় দেখবেন ভেরিফাই হচ্ছে না ।


আপনি যদি আপনার ওয়েব সাইটের দুইটা ভার্সন থাকে এবং দুটিকে আলাদা আলাদা ভাবে ট্র্যাক করতে চান তাহলে অবশ্যই URL Prefix এ এড করবেন আর যদি চান আপনার পুরো ডোমেন এর রেজাল্ট একসাথে দেখতে তাহলে আপনি ডোমেন এ এড করে নিবেন একবার এড করার পর আপনি ওপরের ছবিটির মত দেখতে পারবেন বাম পাশে দেখছেন অনেক অপশন আছে সেগুলি নিয়ে পরের ব্লগে আস্তে আস্তে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত সাথে থাকবেন এবং কমেন্টস এ জানাবেন কোন সমস্যা থাকলে সবাইকে ধন্যবাদ ।


Post a Comment

নবীনতর পূর্বতন